মা

মারজিয়া খানম সিদ্দিকা | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

মা শব্দটি বড়োই ছোট আকুল করা ডাক

সকল নারী শুনতে যে চায় মায়বী এ ডাক।

স্বপ্ন এঁকে চোখে মুখে কাটায় নয়টি মাস,

নাড়িছেঁড়া ধন সামনে এলে মিটবে মনের আশ।

অক্লান্ত পরিশ্রমে ব্যথাতুর সময় গড়ালো তখন

তুলতুলে জাদুমনির স্পর্শে চোখ মেলে যখন।

অতঃপর তারা বড়ো হয়ে যায়, ডানা মেলে স্বপ্ন

কতো দূর দূর উড়ে যাবে, মা রয়েছে তাতে মগ্ন।

বিশ্বের যতো মা আছে সন্তানের তরে ভুবনমোহিনী

সংঘাত এড়িয়ে সন্তানের সুখ চাওয়ায় হলো তেজস্বিনী।

জীবনের যতো ব্যথা সয়ে দিন গুনেছে অবিরাম

তার জাদুসোনা মানুষ হয়ে বাড়াবে মায়ের সম্মান।

নারীর ত্যাগ, বিভীষিকাময় ক্ষণ পার করে অবশেষে

মা হলো চূড়ান্ত সার্থক সব দহন মিলিয়ে গেলো নিমেষে।

পূর্ববর্তী নিবন্ধরক্ত প্রতারক হতে সাবধান
পরবর্তী নিবন্ধরাজনীতির মারপ্যাঁচ