রাজনীতির মারপ্যাঁচ

আইরিন সুলতানা | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

রাজনীতির মারপ্যাঁচ

বুঝা বড় মুশকিল,

নিশ্চুপ জনগণ

মুখে তালাদেই খিল।

আগে ছিলো বন্ধু ভাই

এখন তো চেনা দায়!

কাঁদা ছোঁড়াছুঁড়িতে

কিছুতেই ছাড় নাই।

যত দল তত মত

রেষারেষি হরদম

বন্ধনে মিল নেই

নীতিতে দর কম।

নীতিতেই রাজনীতি

নির্বাচনে সবার মন

যোগ্য প্রার্থী বাছাই করে

ভোট দেবে জনগণ।

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধস্বীয় পেশায় থেকে মানবিক কর্মকাণ্ডের প্রসার সম্ভব