হালদা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৩০ মে, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ গতকাল শনিবার এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী তথা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ পরিদর্শন করেছেন। তিনি নগরীর বোট ক্লাব থেকে নদীপথে এসে বেলা সাড়ে এগারোটার দিকে গড়দুয়ারা নয়াহাটে উঠেন। নদীতে মাছের ডিম ছাড়ার পর তিনি হালদা নদী পরিদর্শন করেন। তিনি ডিম ফোটানোর বিভিন্ন সরকারি হ্যাচারি, মাটির কুয়া সরজমিন দেখে, ডিম আহরণকারীদের সাথে আলাপ করেন। হাটহাজারী ও রাউজান হালদা পাড়ের দুই উপজেলার ডিম সংগ্রহের স্থানসমূহ পরিদর্শন করেন। হালদা নদীর মাছ, জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন। মাছ চুরি রোধ করতে হালদা নদীর পাড়ে স্থাপিত সিসি টিভি ক্যামরাও ঘুরে দেখেন। এ সময় তাঁর সাথে ছিলেন হালদা গবেষক ও চবি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, আইডিএফএর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডঃ শহীদুল আমিন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, ডিম সংগ্রহকারী, রেনু উৎপাদনকারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধআগে নিজ দলে ঐক্য প্রতিষ্ঠা করুন
পরবর্তী নিবন্ধরেকর্ড গড়লো আরিয়ানা গ্র্যান্ডের বিয়ের ছবি