অভিনয় বিষয়ে তির্যকের প্রশিক্ষণ

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

নাট্যসংগঠন ‘তির্যক নাট্যদল’ ও থিয়েটার স্টুডিওর উদ্যোগে আগামী ১ থেকে ৮ জুন আট দিনব্যাপী ‘অভিনয় বিষয়ক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স’এ অংশ নেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ আগামী ৩০ মে।

উল্লেখ্য, তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিওর উদ্যোগে বিভিন্ন সময়ে নতুন নাট্যকর্মীদের জন্যে তিন মাসব্যাপী, কখনও স্বল্পমেয়াদী অভিনয় ও ডিজাইনের উপর প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে। বর্তমান কোর্সটি ১৮তম ব্যাচ। প্রশিক্ষণ কোসের্র প্রথম ক্লাস হবে ১ জুন। ক্লাসের সময় প্রতিদিন বিকালে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ০১৮১৮৪৬০২৯৯ বা ০১৭১৩১০৫০২৬।

স্বল্পমেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে মূলত অভিনয় জ্ঞান, অভিনেতার প্রস্তুতি, শারীরিক ও বাচিক অভিনয়, ছন্দ, মনোসংযোগ, চরিত্র নির্মাণ, দলগত অভিনয়, থিয়েটার অনুধাবন ও অনুভব বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হবে। কোর্স সম্পন্নকারীদের তির্যক নাট্যদলের নতুন নাটকে যুক্ত করা হবে। কোর্স সঞ্চালনা ও পরিচালনা করবেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। সাথে থাকবেন বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাহির এক মিনিটের ঝড়
পরবর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার দাবা লিগে লিটল ব্রাদার্স চ্যাম্পিয়ন