সীতাকুণ্ডে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

সামুদ্রিক মৎস্য আইন মোতাবেক সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সামুদ্রিক মাছ ও শিকার আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার উপজেলা মৎস্য দপ্তর এবং কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটারের কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশের এস.আই বাচ্চু মিয়া।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমায় নানা আয়োজন
পরবর্তী নিবন্ধঅক্সিজেন মোড় থেকে ১২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার