অক্সিজেন মোড় থেকে ১২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলোভূজপুরের বাসিন্দা মো. ফারুক হোসেন ও মো. জাকির খান।

গত মঙ্গলবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফউলআলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পরবর্তী নিবন্ধরাহাত্তারপুলে নগদ টাকাসহ ২১ জুয়াড়ি গ্রেপ্তার