রাহাত্তারপুলে নগদ টাকাসহ ২১ জুয়াড়ি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার রাহাত্তারপুল মোড়ের সাবের টাওয়ারের ভেতর থেকে ২১ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। জুয়ার আসর থেকে ৫ টি তাসের বান্ডেল ও নগদ ২৯ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে। গতকাল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) উপকমিশনার সাদিরা খাতুন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেন মোড় থেকে ১২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা আওয়ামী লীগের বিশুদ্ধ খাবার পানি বিতরণ