শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠা করতে হবে

ওরিয়েন্টশন প্রোগ্রামে আইআইইউসি ভিসি

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:২৩ পূর্বাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হলে প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে। বর্তমানে পড়ালেখার সুযোগ অনেক বেশি। সুতরাং অধ্যবসায়ী মনোবৃত্তি তৈরি করে প্রচুর জ্ঞানার্জন করতে হবে। আমরা এখনো অনেক পিছিয়ে আছি। অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে কাজে লাগে এমন পাঠদান নিশ্চিত করতে হবে। গত বুধবার রাতে হোটেল আগ্রাবাদের বলরুমে আইআইইউসির এমবিএ ও এমবিএম শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ এ কথা বলেন। আইআইইউসির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া সুলতানা চৌধুরী, ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী ও ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির। আরও বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, এমএমবিএ ও এমবিএম প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. আবদুল্লাহিল মামুন, আজিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারহান এম. আজিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. এ. এম. শাহাবুদ্দিন সোহেল। রিজিয়া সুলতানা চৌধুরী বলেন, বিশ্বের শিল্পবিপ্লবগুলো পৃথিবীর সভ্যতার ইতিহাসের এক একটি অধ্যায়। আসন্ন চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্ব দেয়ার সক্ষমতা বাংলাদেশের শিক্ষার্থীদের রয়েছে। আইটি সেক্টরে আমাদের দেশের বিপুল সম্ভাবনা রয়েছে। ডিজিটাল টেকনোলজির যুগে নিজেদের খাপ খাওয়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষায় শিক্ষা-গবেষণা বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধসিএসইয়ের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত