বায়েজীদ বোস্তামি (র.) দরগাহ মসজিদের সংস্কারের দায়িত্ব পেলেন মনজুর আলম

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে হযরত সুলতান বায়েজীদ বোস্তামি (🙂 দরগাহ জামে মসজিদ সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য্য বর্ধনের দায়িত্ব বুঝিয়ে দিলেন হযরত সুলতান বায়েজীদ বোস্তামি (🙂 দরগাহ্‌ পরিচালনা কমিটি।

জালালাবাদে অবস্থিত সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (🙂 একটি ঐতিহ্যবাহী দরগাহ্‌। দরগাহ্‌ শরীফের পাদদেশে মোঘল সম্রাট বাদশা আকবরের শাসনামলে হযরত সুলতান বায়েজীদ বোস্তামি (🙂 জামে মসজিদ নির্মিত হয়েছিল। উক্ত মসজিদটি দীর্ঘদিনের পুরাতন হওয়ার কারণে বর্তমানে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়েছে।

গত ৫ এপ্রিল সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম অত্র দরগাহ্‌ শরীফ জেয়ারত করেন। তিনি অত্র মসজিদটির বেহাল অবস্থা সরেজমিনে স্বচক্ষে দেখেন। দরগাহ্‌ পরিচালনা কমিটি গত ২৩ মে অনুষ্ঠিত সভায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অত্র মসজিদ সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধনের জন্য অনুরোধ করেছেন। তাঁর এ কাজে অত্র দরগাহ্‌ পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল মালেক, সহসভাপতি সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সাব ইন্সপেক্টর নুরুন নবী, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আবদুর রহমান খাদেম, ওয়াকফ পরিদর্শক ডিএম খালেদ হোসেন, সিনিয়র সাংবাদিক নওশের আলী খান, আল্লামা কাজী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমি, সাংবাদিক আলী আহমদ শাহীন ও ভারপ্রাপ্ত মতোওয়াল্লী সৈয়দ মোহাম্মদ গোলাম সরোয়ারসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করে যাচ্ছেন। বৈঠকে মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী।

পূর্ববর্তী নিবন্ধউখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকরুণ ক্যাসিনো