বাসে মাথায় বমি করে ৯ লাখ টাকা ছিনতাই

প্রতিবাদ করলে ওই যাত্রীকেই উল্টো মারধর, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বাসে টার্গেট ব্যক্তির শরীরে বমি করে তার কাছ থেকেই ছিনতাই করে একটি চক্র। প্রতিবাদ করলে ওই যাত্রীকেই ছিনতাইকারী বানিয়ে মারপিট করে। চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এদের মধ্যে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে মো. আনোয়ার হোসেন সোহাগ (৩৯) ও নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে মো. সাহাব উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়।

সিএমপির উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, গত ৬ মে দুপুরে নগরীর ১০ নম্বর বাসের যাত্রী সাইফুল ইসলামের মাথায় বমি করে তার কাছে থাকা ব্যাগ কেটে ৯ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। বন্দর থানা পুলিশ বিশেষ অভিযানে বমি পার্টির সদস্য মো. আনোয়ার হোসেন সোহাগ ও মো. সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। ছিনতাইকৃত ১৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিএমপি ও ডিএমপির বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারকের খপ্পরে হুজুর, খোঁয়ালেন লাখ টাকা
পরবর্তী নিবন্ধউখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর ইন্তেকাল