ডাকাতির প্রস্তুতি নগরীতে টিপ ছোরাসহ গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৫২ পূর্বাহ্ণ

নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে। গত বুধবার মেরিনার্স রোডের এস. আলম বাস ডিপোর বিপরীতের কর্ণফুলী নদীর তীর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সোহেল প্রকাশ ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন প্রকাশ মাইকেল, মো. তুষার (১৯) এবং মো. রুবেল (২২)

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম ওবায়েদুল হক জানান, মূলত তারা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। জামিন পেয়ে তারা আবার একই অপরাধ করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধসৌদি আরবে অগ্নিকাণ্ডে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু