১১ বছরের শিশু ও তার মাকে ধর্ষণ, অভিযুক্ত আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানা এলাকায় ১১ বছর বয়সী এক শিশুসহ তার মাকে ধর্ষণের অভিযোগে মো. করিম নামে এক ব্যক্তি আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আটক করে থানা পুলিশ। তবে কখন, কোথা থেকে আটক করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হচ্ছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ বলেন, ধর্ষণের অভিযোগে একজন আটক আছে। এ ঘটনার ভুক্তভোগী এজাহার সাবমিট করছে। এজাহার হাতে আসলে আইনগত ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে বন্দরগামী ট্রেনের বগি লাইনচ্যুত
পরবর্তী নিবন্ধটাকা ফেরত দিয়ে এক মামলায় রেহাই পেলেন ইভ্যালির রাসেল ও শামীমা