পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষায় শিক্ষা-গবেষণা বিষয়ক সেমিনার

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

ইংরেজি ভাষায় শিক্ষা এবং গবেষণায় ক্যারিয়ার গড়ার সম্ভাবনাকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অধীনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘দ্যা ‘ইংলিশ কুয়েশ্যান’ ইন বাংলাদেশ : ট্রেসিং দ্যা ট্রাজেক্টরিস ফ্রম দ্যা কলোনিয়াল টু দ্যা প্রেজেন্ট’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রোকন উদ্দীন। তিনি ঔপনিবেশিক কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষিতে ইংরেজি ভাষার অবস্থান তুলে ধরেন এবং সকলকে ইংরেজি ভাষা সঠিকভাবে চর্চার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করেন।
পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার উক্ত সেমিনারের উদ্বোধন করেন। ইংরেজি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. রাশেদ খান মিলনের সভাপত্বিতে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম ইফতেখারুল আজম। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর বিন সারওয়ার ও অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সম্মানীত ট্রেজারার, সকল অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর ও অন্যান্য বিভাগের সকল সভাপতি এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগবেষণা-প্রবন্ধের জন্য একটি বৃক্ষ চমৎকার উদাহরণ
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠা করতে হবে