পাওয়া না পাওয়ার গল্পে তৌসিফ-তিশার ‘বরযাত্রী’

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

এই সময়কার সম্পর্কের গল্প অর্থাৎ প্রেম ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বরযাত্রী’, যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের দুই জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এটি নির্মাণ করেছেন সুমন ধর। জানা গেছে, মাস কয়েক আগে নারায়ণগঞ্জের মনোরম লোকেশন ও রাজধানী ঢাকার আশে পাশে নাটকটির দৃশ্যায়ন হয়। খবর বাংলানিউজের।

গল্পের সঙ্গে সামঞ্জস্যতা রাখতে আয়োজনে কমতি রাখেননি নির্মাতা। নাটকটির একটি দৃশ্যে তৌসিফতিশাকে পারফর্ম করতে দেখা যাবে বলেও জানা গেছে। নির্মাতা বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটের গল্পে নাটকটি। সম্পর্কে পাওয়া না পাওয়ার গল্প বলা যেতে পারে। প্রেমের গল্প। গল্প অনুযায়ী নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি দারুণভাবে উপস্থাপন করার। কাজটি দর্শকের পছন্দ হবে আশা করি। কেএস ফিল্মস এর কর্ণধার মোহাম্মদ কামরুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার) নাটকটি কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধআরিফিন শুভতে মুগ্ধ ‘হীরামন্ডি’ নায়িকা
পরবর্তী নিবন্ধ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ