মাইক্রোসহ ছিনতাইকারী ধরে পুরস্কৃত ট্রাফিক সার্জেন্ট

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:২৯ পূর্বাহ্ণ

নগরীর ওয়াসা মোড়ে অসম সাহসিকতায় মাইক্রোবাস সহ ছিনতাইকারী আটক করে পুরস্কৃত হলেন সিএমপির ট্রাফিক সার্জেন্ট ইমরানুজ্জামান। গতকাল রোববার দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে তার হাতে পুরস্কারের অর্থ তুলে দেন সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর সোমবার দুপুরে জিইসি মোড়ে রিকশা যাত্রী এক নারীর গলা থেকে ছোঁ মেরে স্বর্ণের চেইন ছিনিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাচ্ছিল কয়েকজন ছিনতাইকারী। ওয়ারলেসে এ খবর শুনে ওয়াসার মোড়ে কর্তব্যরত সার্জেন্ট ইমরানুজ্জামান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যান। পথ রুদ্ধ দেখে দ্রুত গতিতে পালাতে গিয়ে রাস্তায় থাকা বেশ কয়েকটি যানবাহনে এলোপাথাড়ি আঘাত হানে ওই মাইক্রোটি। আশপাশে থাকা গাড়ি চালকদের সহযোগিতায় মাইক্রোটিকে আটকান ইমরানুজ্জামান। অন্য ছিনতাইকারীরা পালিয়ে গেলেও চালককে আটক করতে সক্ষম হন তিনি। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুরস্কার প্রদানকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআবুল কালাম বেলালের ‘প্রিয় দেশ প্রিয় স্বাধীনতা’ গ্রন্থের পাঠ উন্মোচন
পরবর্তী নিবন্ধভূমি মন্ত্রীর সাথে মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ