আবুল কালাম বেলালের ‘প্রিয় দেশ প্রিয় স্বাধীনতা’ গ্রন্থের পাঠ উন্মোচন

| সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:২৮ পূর্বাহ্ণ

কবি-সাংবাদিক আবুল কালাম বেলালের নির্বাচিত ছড়া কবিতা গ্রন্থ ‘প্রিয় দেশ প্রিয় স্বাধীনতা’ গ্রন্থের পাঠ উন্মোচন গতকাল রোববার সন্ধ্যায় নগরীর মোমিন রোডের কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সঞ্চালনায় পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাবন্ধিক অধ্যক্ষ রীতা দত্ত, প্রাবন্ধিক ও শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, শিশুসাহিত্যিক অরুণ শীল, সাপ্তাহিক স্লোগান সম্পাাদক মোহাম্মদ জহির, গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক আজিজ রাহমান, কবি অমিত বড়ুয়া, নারীনেত্রী খালেদা আক্তার চৌধুরী, কবি রোকেয়া হক, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক বিচিত্রা সেন, অধ্যাপক ছড়াকার বাসুদেব খাস্তগীর, প্রাবন্ধিক শাকিল আহমেদ, প্রকাশক হৃদয় হাসান বাবু, লেখক হেলাল উদ্দিন। অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক কবি সাংবাদিক আবুল কালাম বেলাল। পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি আবুল কালাম বেলালের ‘প্রিয় দেশ প্রিয় স্বাধীনতা’ গ্রন্থে স্বদেশপ্রেম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার নানা বিষয় প্রাঞ্জলভাষায় সুনিপুণভাবে উপস্থাপিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আসবে সকল বেকার শ্রমিক
পরবর্তী নিবন্ধমাইক্রোসহ ছিনতাইকারী ধরে পুরস্কৃত ট্রাফিক সার্জেন্ট