কক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে আসলো নারীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৩:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের বাঁকখালী নদী ও সমুদ্র মোহনায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক নারীর মরদেহ। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রোববার (২৬ মে) দুপুর ১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন৷

পুলিশ ও স্পীটবোট চালকরা জানায়, রোববার এক স্পীটবোট চালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক জায়গায় জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসছে। তখন তিনি স্পীটকবোটের লাইনমেনকে বিষয়টি অবগত করেন। তখন তারা পুলিশে খবর দেয়।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন- খবর পেয়ে পুলিশ স্পীটবোট যোগে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অজ্ঞাত নারীর মরদেহ। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল সন্ধ্যা থেকে বন্ধ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ