প্রয়াসের মাসব্যাপী ছাতা বিতরণ কর্মসূচি

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২৪শে মে নগরীর শ্রমজীবী ও কম ভাগ্যবানদের তীব্র রোদের প্রখরতা এবং বৃষ্টি থেকে সুরক্ষা দিতে ছাতা বিতরন করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের পরিচালনায় এবং বর্তমান সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। ‘শ্রমজীবি মানুষের পাশে প্রয়াস’ এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী ছাতা বিতরন কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের নব নির্বাচিত সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লায়ন গোপাল কৃষ্ণ লালা, লায়ন এ.এম কামাল উদ্দিন চৌধুরী, প্রকৌশলী মোমিনুল হক, লায়ন ডা. এম জাকিরুল ইসলাম, ডা. এম ওয়াই এফ পারভেজ, রোটারিয়ান আনজুমান আরা বেগম, সংগঠনের পরিচালক মহসীন উল কাদের। উপস্থিত ছিলেন সারিস্ত্‌ বিন্তে নুর, আলতাফুর রশীদ বাবু, মিনহাজুল হক মিনার, আলমগীর মো. ফারুক, সুভাষ সরকার, জাহেদুল ইসলাম জনি, মো. ওমর ফারুক খাঁন আসিফ, মো. শাহজাহান, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, মো. মাহির আসেফ বাবু, আমিনুল ইসলাম মামুন, সুলতান মাহামুদ রাজীব, নুসরাত জাহান, খোরশেদ আলম, জামাল হোসেন জনী, মো. মোরশেদ আলম, সাকিবুর রহমান, সোহরাবুল আলম সৌরভ, হাসান ইহলান চৌধুরী, আহাদুল ইসলাম, নাজমুল হুদা ও মোঃ সাইফুল। অনুষ্ঠানে ডা, সেলিম আকতার চৌধুরী সম্প্রতি স্বাচিপ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রয়াসের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, দেশ বিনির্মাণে প্রয়াস নিরলস কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে এসএসসি ৯১ব্যাচের মিলনমেলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা জরুরি