চট্টগ্রামে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা জরুরি

চট্টল ইয়ূথ কয়ারের অনুষ্ঠানে এটিএম পেয়ারুল ইসলাম

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

দেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজন্ম, ছাত্রছাত্রীদের মধ্যে নজরুলের সাহিত্য সঙ্গীত প্রসারের উদ্যোগ নিতে হবে। চট্টগ্রাম অনেক স্থানে আমাদের প্রিয় কবি এসে ছিলেন, সেখানে নজরুল স্মৃতি ফলক করার উদ্যোগ নিলে প্রজন্ম নজরুলের সাহিত্য সঙ্গীত প্রসারের ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিবে। নজরুলের সাহিত্য সঙ্গীত গ্রাম পর্যায়ে যেভাবে প্রসার হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। চট্টগ্রামে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা জরুরি। গ্রাম পর্যায়ে নজরুল বিষয়ে চট্টল ইয়ূথ কয়ার যে কর্মসূচি নিয়েছে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রত্যেক উপজেলায় নজরুল বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। গতকাল শনিবার কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে চট্টল ইয়ূথ কয়ারের আয়োজনে সপ্তাহব্যাপী নজরুল জয়ন্তী উৎসবে উদ্ভোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এসব কথা বলেন। কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় জয়ন্তী উৎসবে স্বাগত বক্তব্য দেন, লায়ন সুজিত দাশ অপু। আলোচনায় অংশ নেন, সাংবাদিক রোজী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত আলম, জেলা পরিষদ সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল। প্রধান বক্তা ছিলেন, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বাসন্তী প্রভা পালিত। অতিথি ছিলেন মোহম্মদ সফিউল আজম চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. মঈনুদ্দিন আহমদ, গীতাপাঠ করেন স্বাগত বণিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াসের মাসব্যাপী ছাতা বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবৈদ্যপাড়া পঞ্চরত্ন স্মৃতি পরিষদের বৈশাখী পূর্ণিমা উদযাপন