বৈদ্যপাড়া পঞ্চরত্ন স্মৃতি পরিষদের বৈশাখী পূর্ণিমা উদযাপন

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বৈদ্যপাড়া পঞ্চরত্ন স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানমালার ১ম দিন প্রত্যেক বিহারে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতে ব্যুহচক্র মেলার উদ্বোধন, বিশ্বশান্তি কামনায় ও জগতের সকলের মঙ্গল কামনায় শান্তি শোভাযাত্রা সহকারে গ্রাম প্রদক্ষিণ, সম্মিলিত বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ ও পূণ্যদান অনুষ্ঠান। ২য় দিন ভিক্ষু সংঘের উদ্দেশ্য সংঘদান, আলোচনা সভা, স্মৃতি বৃত্তি প্রদান, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা, শিল্পী এবং ক্ষুদে শিল্পী ও ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অলক বড়ুয়ার সঞ্চালনা এবং পরিচালনায় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, সাধারণ সম্পাদক বিকাশ চৌধুরী, ডা. শুভময় চৌধুরী, মিলু বড়ুয়া, সুরঞ্জন বড়ুয়া, বোধিমিত্র চৌধুরী, দেবজ্যোতি চৌধুরী প্রমুখ। যুব নেতৃত্বের হাত দিয়ে এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন শ্রেণির মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা জরুরি
পরবর্তী নিবন্ধবিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ ১৯৯৬ ব্যাচের পুনর্মিলনী