চন্দনাইশে এসএসসি ৯১ব্যাচের মিলনমেলা

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোর এসএসসি ৯১ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা গত ২৪ মে অনুষ্ঠিত হয়। এসএসসি ৯১ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত মিলনমেলা পরিণত হয় প্রাণের উৎসবে। এতে উপজেলার প্রায় ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫শ’ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ’৯১ ব্যাচের সদস্য দেশবিদেশের বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারিবেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে বন্ধুরা শিকড়ের টানে প্রাণের ৯১ ব্যাচে ফিরে যাওয়া বন্ধুরা অনেক দিন পর একেঅপরকে কাছে পেয়ে হারিয়ে যায় শৈশবের অতীতে। বন্ধুদের স্মৃতি রোমন্থন, আবেগঅনুভূতি ও ভালোবাসায় পরিণত হয় এই মিলনমেলা। উল্লেখ্য, ‘সুন্দর আগামী রচনা করাই হোক’ শ্লোগানে ৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চন্দনাইশের অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখা, অসহায়গরীব ও দুস্থ মানুষের সাহায্যসহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবনে পরিযায়ী পাখি খয়রা মাথা শুমচা
পরবর্তী নিবন্ধপ্রয়াসের মাসব্যাপী ছাতা বিতরণ কর্মসূচি