ভূমি মন্ত্রীর সাথে মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

| সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গতকাল রবিবার এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ডা. ফজল করিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং হাসপাতালের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি হাসপাতালের অন্যতম প্রকল্প ক্যান্সার হাসপাতালের নির্মাণ এবং ক্যাথ ল্যাব স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নেয়ার জন্য নবনির্বাচিত কমিটিকে অনুরোধ করেন। মন্ত্রী সমাজের বিত্তশালী ব্যক্তি/প্রতিষ্ঠান সমূহকে হাসপাতালের বৃহৎ প্রকল্প সমূহ বাস্তবায়নে সহযোগিতা করার আহবান জানান। কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইক্রোসহ ছিনতাইকারী ধরে পুরস্কৃত ট্রাফিক সার্জেন্ট
পরবর্তী নিবন্ধ১২নং ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর হলেন মনজুর