পরিবেশের সুরক্ষায় তরুণদের দায়িত্ব নিতে হবে : সাইফুদ্দীন হাসানী

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

মইনীয়া যুব ফোরামের উদ্যোগে বরিশাল শহরে গত ২৪ মে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা সাইফুদ্দীন আল হাসানী বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো, পরিবেশ সংরক্ষণ, পরিবেশের প্রতি যত্ন নিতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বৈশ্বিক উষ্ণতা ও তীব্র তাপমাত্রার প্রভাবকে আমরা প্রশমিত করতে পারি। আমি তরুণদেরকে আহবান জানাবো, তারা যেন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সচেতন থাকে। প্লাস্টিক বর্জ্য যথাস্থানে ফেলতে হবে। জলাবদ্ধতা নিরসনেও নগরাঞ্চলে মইনীয়া যুব ফোরাম কাজ করতে পারে। পরিবেশ সুরক্ষায় তরুণদের নৈতিক দায়িত্ব নিতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের এঙিকিউটিভ সভাপতি সাইয়্যিদ মাশুকমইনুদ্দীন আল হাসানী। তিনি বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় বেশি বেশি গাছের চারা রোপণ করতে। শিক্ষার্থীদের মাঝে বিতরণের মাধ্যমেও তরুণদেরকে পরিবেশ সুরক্ষায় সচেতন করতে হবে। তিনি ৫টি করে গাছের চারা রোপণ বা বিতরণের জন্য মইনীয়া যুব ফোরামের সদস্যের প্রতি আহ্বান জানান। শেষে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালা
পরবর্তী নিবন্ধহোমিও চেম্বারে সাড়ে ছয় ফুট লম্বা বিষধর শঙ্খিনী সাপ!