ভালো ফলাফল অর্জিত হলে বাঁশখালী অবহেলিত থাকবে না

মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, বাশঁখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, আহমদ ছফা, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন, শিক্ষানুরাগী বশির উদ্দিন আহমদ, বাঁশখালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কমরুদ্দিন আহমদ, কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক বনশ্রী সেন গুপ্তা, উম্মে হাবিবা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি বলেন, মাস্টার নজির আহমদ কলেজ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর পরীক্ষার ফলাফলে সুনাম ধরে রেখেছে। উপজেলা তো বটেই, জেলাতেও কয়েকবার প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। আমাদের পরিবার এলাকার শিক্ষাবিস্তারে কলেজটি প্রতিষ্ঠা করেছে। আজকে পর্যন্ত আমাদের উদ্দেশ্য শতভাগ সফল হয়েছে। আমাদের এ অগ্রযাত্রায় এলাকার জনগণ সর্বাত্মক পাশে ছিল এবং থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, পরীক্ষা ভালোভাবে দিতে হবে, ফলাফল মেনে নিতে হবে। আমি যতটুকু জেনেছি দক্ষিণ চট্টগ্রামের অন্য উপজেলা থেকে বাঁশখালী একটু পিছিয়ে। তোমরা যারা এইচএসি পাশ করবে তাদেরকে বাঁশখালীর গর্ব হতে হবে। মুজিবুর রহমান সিআইপির মতো গর্ব হতে হবে। ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। তোমরা ভালো রেজাল্ট করলে নিজেদেরকে তুলে ধরতে পারবে। একেকজন পরীক্ষার্থী ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারলে বাঁশখালী আর অবহেলিত থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধপার্ক ভিউ হাসপাতালে নিউট্রিশন বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রজাপতি