পার্ক ভিউ হাসপাতালে নিউট্রিশন বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

পার্ক ভিউ হাসপাতালের কনফারেন্স রুমে নিউট্রিশন বিষয়ক এক মাসের প্রশিক্ষণ শেষে ফুড এন্ড নিউট্রিশনের ওপর গত ১৬ আগস্ট সনদ বিতরণ করা হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম সনদ তুলে দেন। এ সময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পেশাগত কাজে সৎ থাকতে হবে। যেকোনো কাজে সততার কোনো বিকল্প নেই। অর্থের পিছনে না ঘুরে কাজে মনোযোগী হবার পরামর্শও দেন তিনি।

তিনি আরও বলেন, কাজে দক্ষতা অর্জন করলে অর্থই আপনাকে খুঁজে নিবে। প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি। তিনি পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপকসহ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ায়। সুষম খাদ্যে ব্যবস্থাপনাই পারে অনেক রোগ প্রতিরোধ করতে। আবার অনেক রোগ নিয়ন্ত্রণ করতে। তাই সঠিক খাদ্য ব্যবস্থা জানবার জন্য অবশ্যই পুষ্টিবিদের শরণাপন্ন হতে হবে। খাদ্যে অনিয়মের জন্যই ওবেসিটি ফ্যাটি লিভারসহ অনেক রোগ বেড়ে গেছে। এ সময় ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গভঃ কলেজ অব এপ্যালাইড হিউম্যান সায়েন্স (ঢা.বি.) এর নাহিদ মুশরেফা নিঝুম, পার্ক ভিউ হাসপাতালের ডাইরেক্টর (কমপ্লায়েন্স) ডা. সালাউদ্দিন এম..এইচ চৌঃ এবং মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস) ডাঃ আহম্মেদ রহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধভালো ফলাফল অর্জিত হলে বাঁশখালী অবহেলিত থাকবে না