এই দিনে

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

১৭০৩ ইংরেজ দিনলিপিকার স্যামুয়েল পেপিস্‌এর মৃত্যু।

১৭৯৩ কলকাতা বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ রবার্ট কীডএর মৃত্যু।

১৮০৫ নেপোলিয়ন বোনাপার্ত ইতালির সম্রাট পদে অভিষিক্ত হন।

১৮২২ ফরাসি ঔপন্যাসিক এদ্‌মঁ লুই আঁতোয়ান গঁকুরএর জন্ম।

১৮২৬ বিজ্ঞানী রিচার্ড ক্রিস্টোফার ক্যারিংটনএর জন্ম।

১৮৭০ সিসিলির এটনা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।

১৮৭৪ ফরাসি বিমান নকশাকার আঁরি ফারমাঁর জন্ম।

১৮৮৩ ইংরেজ ভূপাদর্থবিদ স্যার এডওয়ার্ড সাবিনএর মৃত্যু।

১৮৬৫ আমেরিকায় গৃহযুদ্ধের অবসান হয়।

১৯০০ চেক লেখক ভিতেস্লাাভ নেজভালএর জন্ম।

১৯০৮ বিশিষ্ট ভারতীয় মুসলিম নেতা মির্জা গুলাম আহমদের মৃত্যু।

১৯১৩ ব্রিটেনে প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট হিসেবে এমিলি ডানকানকে নিযুক্ত করা হয়।

১৯২২ বেলজীয় রসায়নবিদ আর্নেস্ট সোলভের মৃত্যু।

১৯২৬ জাপানে তোক্‌হি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কিতো শহরের অর্ধাংশ পুরোপুরি ধ্বংস হয়।

১৯৩৮ মার্কিন শারীরবিদ জন আবেদএর মৃত্যু।

১৯৬৬ কমনওয়েলথ নেশন্‌সএর মধ্যে থেকে গুয়ানা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করে।

১৯৭৬ জার্মান দার্শনিক মার্টিন হাইডেগারের মৃত্যু।

১৯৮২ ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।

১৯৯১ থাইল্যান্ডে অস্ট্রীয় বিমান বিধ্বস্ত হয়ে ২২৩ জনে প্রাণহানি।

১৯৯৪ বাংলাদেশ ও ভিয়েতনাম দুটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে।

১৯৯৯ কাশ্মিরের কারগিল সেক্টরে পাকিস্তানভারত যুদ্ধ শুরু।

২০০৪ রুশ জ্যোতির্বিজ্ঞানী নিকোলাই চের্নিখএর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধচাই দখলমুক্ত ফুটপাত : চালাতে হবে নিয়মিত উচ্ছেদ অভিযান
পরবর্তী নিবন্ধশচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : কবি ও নাট্যকার