হত্যার রাজনীতি একটি দেশ ও জাতির জন্য কলংক ও লজ্জার

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সভায় বক্তারা

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ ও বঙ্গবন্ধু প্রবীণ সমিতির যৌথ উদ্যোগে ৩১ আগস্ট নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে ‘রক্তস্নাত শোকাবহ আগস্ট’ শীর্ষক আলোচনা এবং ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু প্রবীন সমিতির কার্যকরী সভাপতি সিরাজউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ‘রক্তস্নাত শোকাবহ আগস্ট’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক চসিক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন আহমদ চৌধুরী, প্রফেসর মো. জাকির হোসেন, প্রকৌশলী এস এম শহিদুল আলম, কমান্ডার মোজাফ্‌ফর আহমদ, কমান্ডার এম.এ. বশর, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি সাহাবউদ্দিন, ফজল আহমদ, খোরশেদ আলম, আলী আহমদ শাহীন, মিথুন দাশগুপ্ত, শফি বাঙালি, নুরুল ইসলাম, কাজী আলতাফ হোসেন, ওমর ফারুক, আবুল কালাম চৌধুরী, রেদওয়ানুল হক, কিরণ লাল আচার্য, ওয়াহিদুল আলম, এজাহার মিয়া, দীপংকর চৌধুরী কাজল, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, প্রণবরাজ বড়ুয়া, এসএম ইব্রাহীম, লোকমান আলী, কানু লাল নাথ, আমির হোসেন, বিকাশ কুমার শীল, অরুণ দাশ, জাহাঙ্গীর হোসেন, শামসুল আলম রেফারী, মাহবুবুল হক, ছালে আহমদ, মঈনুল আলম, নুরুল আমিন, আবদুল ওয়াহাব, নাজিম উদ্দিন, আবু সাঈদ, এটিএম রফিকুল ইসলাম, আবু তাহের, এসএম হুমায়ুন কবির, আবদুস সাত্তার, রিয়াতুল করিম। প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন সারজিনা আক্তার, অজয় চৌধুরী, ইমন সাহা, ইমাম হোসেন, সুজন কুমার শীল, উত্তম কুমার শীল, বিপিন কিশোর চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জাতির পিতা হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বের করে শাস্তির আওতায় আনতে হবে। হত্যার রাজনীতি একটি দেশ ও জাতির জন্য কলংক ও লজ্জার। যারা খুন, সন্ত্রাস ও খুনের রাজনীতি উৎসাহিত করে তারা দেশ ও জাতির দুশমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর যুবক রাজবাড়ীতে আটক
পরবর্তী নিবন্ধটেকনাফে ইয়াবাসহ বাসের চালক ও হেল্পার গ্রেপ্তার