টেকনাফে ইয়াবাসহ বাসের চালক ও হেল্পার গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

টেকনাফ চেকপোস্টে ৩ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি বাস ও ৩টি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে ড্রাইভারসহ তিনজনকে আটক করা হয়।
গতকাল শুক্রবার টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহান তল্লাশিকালে সকাল সাড়ে ১১ টার সময় এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও গাড়ির মূল্য ১ কোটি ৪ লাখ সাড়ে ২৮ হাজার টাকা। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার চরলক্ষ্য গ্রামের মুহাম্মদ কালো মিয়ার ছেলে মো. দিদার (৩৮), কক্সবাজার জেলার চকরিয়া ফাসিয়াখালি ছাইড়াখালী গ্রামের নবী হোসাইনের ছেলে মো. হাসান আলী (২৮) ও মো. ফেরদৌসের ছেলে মোহাম্মদ আরিফ (১৯)।
আটককৃত আসামি, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, বাস এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

পূর্ববর্তী নিবন্ধহত্যার রাজনীতি একটি দেশ ও জাতির জন্য কলংক ও লজ্জার
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ