সীতাকুণ্ডে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতামূলক সভা

| রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. শাহরিয়ার আহমদ মিলন বলেছেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক ব্যাধি, এই রোগে রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকুজের আধিক্যের কারণে হৃদরোগ, ষ্ট্রোক, কিডনী, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, নার্ভ ডেমেজ, পায়ের সমস্যাসহ বিবিধ শারিরিক সমস্যার সৃষ্টি হয় এবং রোগী পঙ্গুত্বও বরণ করে। গতকাল শনিবার সীতাকুণ্ড ডায়াবেটিস হসপিটালের উদ্যোগে ‘ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংগঠনের কার্যালয়ে ডা. সাজেদুল ইসলাম নাহিমের সভাপতিত্বে এবং ইলিয়াস হোসেন ইকবালের সঞ্চলনায় সভায় প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন লায়ন মো. গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন ননী গোপাল দেবনাথ, ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দোজা, মানিক লাল বড়ুয়া, লায়ন মো. বেলাল হোসেন, মো. শাহজাহান, আখতার হোসেন মামুন, ডা. মানিক লাল দাশগুপ্ত, কাজী আলী আকবর জাসেদ, কামরুল ইসলাম দুলু, অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, জাহাঙ্গীর আলম, মো. আলী, শিক্ষক বাবুল চন্দ্র নাথ, ডা. নুরুল হুদা, কাজী মো. আসিফ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের বার্ষিক মাহফিল
পরবর্তী নিবন্ধই-লাইব্রেরি বিচার বিভাগের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে