রিমা ট্রাস্টের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন এস এম নুরুল হক

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

রিচার্স ফর এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট একাডেমির (রিমা ট্রাস্ট) নির্বাহী কমিটির নির্বাচন গতকাল চকবাজারস্থ রিমা ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে এস এম নুরুল হক পুনরায় রিমা ট্রাস্টের ২০২৪২০২৬ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এস এম নুরুল হক ব্যবসায়িক নেতা হিসাবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। তিনি বিজিএমইএর প্রাক্তন প্রথম সহসভাপতি, চিটাগাং চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সার্ক চেম্বার ও এফবিসিসিআই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে মিয়ানমার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।

গতকাল নির্বাহী কমিটির নির্বাচনে মো. গোলাম হোসেন ভাইস চেয়ারম্যান, অধ্যাপক হাবিব রহমত উল্লাহ সেক্রেটারি, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ট্রেজারার এবং প্রফেসর জোবাইদা নাসরিন, অধ্যাপক বাহার উদ্দিন মোহাং জোবায়ের, প্রফেসর ড. এন. কে. এম. আকবর হোসেন, এডভোকেট মোহাম্মদ ইব্রাহীম এবং অধ্যক্ষ ড. মোহাম্মদ রেজাউল কবির নির্বাহী সদস্য নির্বাচিত হয়।

গত ২৫ বছর ধরে রিমা ট্রাস্ট্রের অধীনে রিমা টিচার্স ট্রেনিং কলেজ ‘রিমা বিএড‘, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজ পরিচালিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু সমাজ বিনির্মাণে সৌহার্দ্য-সম্প্রীতির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধহোমিওপ্যাথিক চিকিৎসা সাধারণ মানুষের জন্য বড় সুযোগ : শ্রম প্রতিমন্ত্রী