স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না

আনোয়ারায় স্বাস্থ্যসেবার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্ণ

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বদ্ধপরিকর। সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষ যাতে যথাযথভাবে স্বাস্থ্য সেবা পায় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আনোয়ারায় স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এই ব্যাপারে যথাযথ তদারকির ব্যবস্থাও গ্রহণ করা হবে। গতকাল শুক্রবার সকালে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ডেভ কেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, ডেভ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গবেষক অধ্যাপক এম এ ফয়েজের সভাপতিত্বে ও ডা. ফারিহা ফাইরুজের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আনোয়ারার প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় এই ধরনের উদ্যোগ আশীর্বাদস্বরূপ আমি আশা করি ডেভ কেয়ার ফাউন্ডেশন আগামীতে এই ধরনের স্বাস্থ্য সেবা সাধারণ মানুষকে দিয়ে যাবে। এর আগে অর্থ প্রতিমন্ত্রী ফিতা কেটে স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন ও পরিদর্শন করেন। সভাপতির বক্তব্যে ডেভ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এম এ ফয়েজ বলেন, দেশের মানুষকে চিকিৎসা সেবা প্রদানে সরকারের পাশাপাশি অন্যান্যদেরও এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে দেশের সকল মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যার মাধ্যমে দেশের সকল মানুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনা যায় এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ডেভ কেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইশতিয়াক ইমন, চটগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান। স্বাগত বক্তব্য রাখেন ডেভ কেয়ার ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ জনাব লুৎফে আরা রশীদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেভ কেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির হোসেন। অনুষ্ঠান শেষ অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডেভ কেয়ার ফাউন্ডেশনের এমিরিটাস অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ডা. জয়নাব বেগম।

এ কর্মসূচিতে সকাল ৯ টা থেকে ৩৪ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল গাইনী, অর্থপেডিক, শিশু, মেডিসিনসহ মোট নয়টি বিভাগে বিভক্ত হয়ে স্থানীয় ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে অধ্যাপক এম এ ফয়েজ, অধ্যাপক মো: আমির হোসেন, অধ্যাপক ডা. সাহেনা আক্তার, অধ্যাপক এম এ সাত্তার, ডা মোহাম্মদ মাহাবুবুল আলম খন্দকার, অধ্যাপক রাশেদা সামাদ, ডা সৈয়দা হুমায়দা হাছান, ডা এ কে এম মঞ্জুর মোর্শেদ, অধ্যাপক মো আব্দুল কাদের, ডা. নিশীথ রঞ্জন দে, ডা. জাবেদ জাহাঙ্গীর তুহিন, অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ, অধ্যাপক নরুল হুদা, ডা. আব্দুল্লাহ আবু সাঈদ, অধ্যাপক ডা মো মজিবুল হক খান, ডা শেখ শিরীন আফরোজ, অধ্যাপক ডা. সানাউল্লাহ শেলী, ডা. শাকেরা আহমেদ, ডা. ফাহমিদা রশীদ স্বাতি নিজ নিজ বিভাগের চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা মইনুদ্দিন খান পিন্টু, যুবনেতা মোজাম্মেল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহোমিওপ্যাথিক চিকিৎসা সাধারণ মানুষের জন্য বড় সুযোগ : শ্রম প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধভারতীয়রা ধর্মীয় পরিচয়ের দিকে ঝুঁকছে বেশি : বিদ্যা