সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের বার্ষিক মাহফিল

| রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৮ পূর্বাহ্ণ

সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৫ম বারের মতো বার্ষিক ওয়াজ মাহফিল উত্তর পতেঙ্গা দক্ষিণ মুসলিমাবাদ আমিন পার্কে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও চৌধুরী এন্ড সন্সের স্বত্বাধিকারী মো. ইমতিয়াজ চৌধুরী। মাহফিলে প্রধান মেহমান ছিলেন পটিয়ার আল জামিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস ড. আফম খালেদ হোসাইন। বিশেষ মেহমান ছিলেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী কুরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রিন্সিপাল আসহাব উদ্দীন আল আযাদ, হাদীপাড়া নাসিম চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা নুরউদ্দিন খালেদ, মহল্লা কমিটির সভাপতি হাজী নুরুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে বক্তারা বলেন, ইসলাম ধর্ম আমাদের নীতি ও নৈতিকতার শিক্ষা দেয়। কোরআন হাদীসের আলোকে জীবন গড়ে আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য হওয়া উচিত। মানুষ জীবনে যা যা ভোগ বা উপভোগ করে, সবই তার রিজিক। হালাল রিজিক ইবাদত কবুলের অন্যতম প্রধান শর্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও খাজা রোডে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতামূলক সভা