আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে

বোয়ালখালীতে সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শনে আবদুচ ছালাম এমপি

| রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

তথ্য প্রযুক্তি, কৃষি ও শিল্প কারখানার যন্ত্রপাতি ব্যবহারের আধুনিক ও বিজ্ঞান সম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন আবদুচ ছালাম এমপি। গতকাল শনিবার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের আওতায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিন দশমিক পনের একর জায়গায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের প্রশাসনিক এবং একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস, খেলার মাঠ, বঙ্গবন্ধু ম্যূরাল, শহীদ মিনার, সার্ভিস সেন্টার, বাউন্ডারী ওয়াল ও গেইটসহ বিভিন্ন সুবিধা সম্বলিত স্থান পরিদর্শনকালে অন্যন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. মশিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী দীপংকর খীসা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, উপজেলা ইউএনও ইমরান হোসাইন সজীব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসহাব উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের সহকারী প্রকৌশলী খাইরুল হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বোয়ালখালীর উপসহকারী প্রকৌশলী মধু চাকমা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আনোয়ারার উপসহকারী প্রকৌশলী রাসেল চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পটিয়ার উপসহকারী প্রকৌশলী আরমান হোসেন, সারোয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান বেলাল হোসেন, শাকপুরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ, আমুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান কাজল দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতি ও সংস্কৃতিকে একসঙ্গেই চলতে হবে : মামুনুর রশীদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কমিটি পূর্নগঠন