উপকূলীয় অঞ্চলবাসীর জানমালের নিরাপত্তায় সব কিছু করা হবে

আনোয়ারায় স্মরণসভায় অর্থ প্রতিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, আনোয়ারার উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। চলমান বেড়িবাঁধের উন্নয়ন কাজেও কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। গতকাল শনিবার বিকেলে রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে যাদের আমরা হারিয়েছি, স্বজনহারা অনেকেই আজ এখানে উপস্থিত আছেন। আমি জানি তাদের হৃদয়ের কষ্ট। আমরা আজ সে সব স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানাতে এখানে উপস্থিত হয়েছি। অর্থ প্রতিমন্ত্রী বলেন, এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ ও অনুরোধের প্রেক্ষিতে ইতিমধ্যে আমি উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শন করেছি। অভিযোগগুলো যাচাইবাছাই হচ্ছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেড়িবাঁধের বিষয়টি দেখা হচ্ছে। আমরা আর কেউ দ্বিতীয় কোনো ৯১’র প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় দেখতে চাই না, আনোয়ারার আর কোনো অংশে প্লাবিত হোক সেটাও আমরা চাই না। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় জাতির জনক বঙ্গবন্ধু সিপিপি শুরু করেছিলেন। বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় বদ্ধপরিকর, এরজন্য মুজিব কেল্লা, সাইক্লোন সেন্টারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ দুর্যোগ মোকাবেলায় কার্যক্রম চলমান থাকবে।

স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক ফৌজুল কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর ডা. নাসির উদ্দীন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইলিয়াস বাঙালি, আব্দুল জাব্বার, সাংবাদিক আলী হোসেন, আক্তার কামাল, আবু তৈয়ব রাসেল, সিরাজুল মোস্তাফা, শফিক রহমান, আব্দুল্লাহ আল হারুন, মো. রফিক, মো. হারুন ,আমানুল্লাহ, নুরজ্জামান, মো. রফিক, নুরুল ইসলাম মনু, মো. আবছার, মো. খোকন, সাবেক কলেজ ছাত্র লীগের সভাপতি আজম খান, টিপু তাজ মনির, ছাত্রলীগের মধ্যে, মিজানুর রহমান, জাহেদু ইসলাম জাহেদ, রিদওয়ানুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭ শতাংশ
পরবর্তী নিবন্ধরাজনীতি ও সংস্কৃতিকে একসঙ্গেই চলতে হবে : মামুনুর রশীদ