ফটিকছড়িতে বাল্যবিয়ে বন্ধ করে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে একটি বাল্যবিয়ে বন্ধ করে একজনকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সমিতির হাট ইউপির উত্তর নিশ্চিন্তপুর গ্রামে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে বাল্যবিবাহের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। এ সময় আইনবহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন হয়ে বাল্যবিবাহ দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। জানা যায়, অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদকালে তার অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তি মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ের যাবতীয় কার্যক্রম করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

এ ব্যাপারে এসিল্যান্ড মেজবাহ উদ্দিন বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমুসলমানদের দুরবস্থার জন্য উচ্চশিক্ষার প্রতি অনীহা অনেকটা দায়ী
পরবর্তী নিবন্ধরাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭ শতাংশ