ইউক্রেনে সামরিক সমরাস্ত্র সরবরাহ পাঠানোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:৩০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার গোলাবারুদ, অস্ত্র এবং অন্যান্য যুদ্ধের সরবরাহ দ্রুত ইউক্রেনে পাঠানোর উদ্যোগ নিয়েছে। রাশিয়ার অগ্রযাত্রা থামাতে প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিকে সমর্থন করার জন্য অনেক বিলম্বিত বিলে স্বাক্ষর করার পর এই উদ্যোগ নেয়া হয়। মোট ৯৫ বিলিয়ন তহবিলের চূড়ান্ত অনুমোদিত বিলের মধ্যে কিয়েভের জন্য ৬১ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের সম্মুখীন ইউক্রেনের জন্য কয়েক মাস ধরে রাজনৈতিক বিতর্কের পর এই অনুমোদন দেয়া হয়। খবর বাসসের।

জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমি এই সপ্তাহের শেষ দিকে প্রতিনিধি পরিষদে এবং বুধবার সিনেটে অনুমোদিত জাতীয় সুরক্ষা প্যাকেজ আইনে স্বাক্ষর করেছি। তিনি ‘আগামী কয়েক ঘন্টার মধ্যে শিপমেন্টগুলো শুরু হবে বলে নিশ্চিত করছেন। বাইডেনের বক্তব্যের কয়েক মিনিট পর পেন্টাগন নতুন তহবিল ব্যবহার করে কিয়েভের জন্য ১ বিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, আর্টিলারি রাউন্ড, হিমার্স রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, ট্যাঙ্কবিরোধী অস্ত্র এবং সাঁজোয়া যান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিল পাসের পরপরই দ্রুত সামাজিক মাধ্যমে এক পোস্টে বিল অনুমোদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট জো বাইডেন, কংগ্রেস এবং সমস্ত আমেরিকানদের কাছে কৃতজ্ঞ।’ ওয়াশিংটন এই বছর অন্য একটি অনুষ্ঠানে ইউক্রেনের জন্য নতুন সহায়তা ঘোষণা করেছে। গত মার্চ মাসে ৩০ কোটি মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বুধবার নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র কিয়েভের দীর্ঘদিনের অনুরোধ পূরণ করে মার্চের সহায়তা প্যাকেজের অংশ হিসাবে ইউক্রেনে গোপনে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারী বর্ষণে তানজানিয়ায় ১৫৫ জনের প্রাণহানি
পরবর্তী নিবন্ধকলম্বিয়ায় পাওয়া গেছে বিশালাকার কাছিমের জীবাশ্ম