আনোয়ারায় কারখানার বর্জ্যের পানি পান, মহিষের মৃত্যু

আরো তিনটি অসুস্থ

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৮ মে, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

আনোয়ারার রাঙ্গাদিয়ায় ডিএপি সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে একটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আরো তিনটি মহিষ। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকালে বন্দর এলাকার স্থানীয় বাসিন্দা মামুনের একটি মহিষ ডিএপি সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে মারা গেছে। তাছাড়া আরো তিনচারটি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে।

ডিএপি সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ডিএপি সার কারখানা থেকে কোনো বর্জ্য ছাড়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৮৭ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার