সাউদার্ন ইউনিভার্সিটিতে তিনদিনের ভর্তি মেলা শুরু

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটিতে চলছে তিন দিনব্যাপী ভর্তি মেলা। স্প্রিং সেমিস্টার-২০২৩-তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এ মেলা। চলবে ২১ ডিসেম্বর বুধবার পর্যন্ত।

ভর্তি মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক ড. মো. রেজাউল হক খান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শুধুমাত্র মেলা উপলক্ষে ভর্তি ফি-তে নতুনদের জন্য ২৫% এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়ে ভর্তির সুযোগ থাকছে। শুধু তা নয় টিউশন ফি-তে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়(শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০০% ছাড়।

এছাড়াও, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস(এডমিশন অফিস) অথবা ইউনিভার্সিটির ওয়েব সাইট িি.িংড়ঁঃযবৎহ.বফঁ.নফ থেকে যাবতীয় তথ্য জানা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ আজ
পরবর্তী নিবন্ধআখাউড়া-আগরতলা ট্রেন চলাচল শুরু জুনে