সরবরাহ স্বাভাবিক হলেও সবজির দাম বাড়তি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৪:৪০ পূর্বাহ্ণ

নগরীর সবজির বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরেও বাড়ছে দাম। গত দুইদিনের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিতে ৫১০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার সাথে সবজির যোগানের অসামঞ্জস্যের কারণে দাম বাড়ছে। ভোক্তারা বলছেন, সবজির সরবরাহের কোনো সংকট নেই। তারপরেও রমজানের বাজার চাহিদাকে কাজে লাগিয়ে দাম বৃদ্ধি করছেন বিক্রেতারা।

 

 

গতকাল শুক্রবার নগরীর কাজীর দেউড়ি এবং ব্যাটারি গলি কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া বেগুন ৭০ টাকা, গাঁজর ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা, পটল ৭০ টাকা, মুলা ৬০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০,

টমেটো ৪০ টাকা, আলু ২৫ টাকা, ঢেঁড়শ ৯০ টাকা, তিতা করলা ৮০ টাকা ও চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে প্রতি হালি লেবু আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা এবং প্রতি কেজি কাঁচা মরিচ কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, বাজারে চাহিদার তুলনায় সবজি আসছে কম। তাই গত দুইদিনে দাম ৫১০ টাকা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।

আমির হোসেন নামের একজন ক্রেতা জানান, বাজারে সবজির পর্যাপ্ত আছে। অথচ দাম বাড়তি। এক্ষেত্রে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। নিয়মিত বাজার মনিটরিং হলে দেখা যাবে ব্যবসায়ীরা আর দাম বাড়াতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধজেলিফিশ ডলফিনের পর এবার বর্জ্য
পরবর্তী নিবন্ধসাগরে নিখোঁজ চীনা প্রকৌশলীর লাশ মিলল আনন্দবাজার খালে