সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে : নদভী

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৫৪ পূর্বাহ্ণ

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, ‘অতীতে মাদরাসা শিক্ষা চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার ইসলামী শিক্ষার পুনর্গঠনে নানা যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে।গত বুধবার বিকেলে সাতকানিয়া উপজেলায় এরাবিয়ান লিডারশীপ মাদরাসার একাডেমিক ভবন উদ্বোধনকালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমপি নদভী উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মাদরাসার ভিশন২৫ এবং ইসলামী শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখছে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা। এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এরাবিয়ান লিডারশীপ মাদরাসার জমি দাতা আবুল বশর আবু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেতারা গাফফার চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ জসিম উদ্দিন, ঢেমশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা সরওয়ার আলম রিমন, কাজী মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আবদুল মাবুদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হারুন, মাওলানা মুহাম্মদ ইমরানুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন নোমান আল মাহমুদ