রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৫৩ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান, নিয়োগপত্র প্রদান, শ্রমিক রেশন কার্ড চালু এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ লেবার ফেডারেশনের (বিএলএফ) চট্টগ্রাম বিভাগীয় যুব কমিটির নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার রাতে নাছিরাবাদস্থ ওমরগণি প্লাজায় সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ লেবার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় যুব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান সুমনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঁইয়া, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, ঢাকা ও চট্টগ্রাম জেলা

সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. ফারুক হোসেন, চট্টগ্রাম পিকআপ সিএনজি টেম্পু ও পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও শ্রম আদালত২ এর সদস্য আবু আহমেদ মিয়া।

পূর্ববর্তী নিবন্ধবায়ু ও শব্দদূষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ জরুরি
পরবর্তী নিবন্ধসরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে : নদভী