বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ জরুরি

নাগরিক সমাবেশে ড. ইফতেখার

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, নগরবাসী অতিরিক্ত বায়ু ও শব্দদূষণের ফলশ্রুতিতে স্বাস্থ্যগতসহ নানাবিধ পরিবেশসংকটে নিমজ্জিত। যেভাবে দূষণ ক্রমাগতভাবে বাড়ছে, তাতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নগর।প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ভয়াবহ বায়ু ও শব্দদূষণের বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ভবিষ্যৎ বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

 

বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টিসহ যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে গত ২২ মার্চ সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন পরিবেশ ও নাগরিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও নাগরিকসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ মানবাধিকার আন্দোলনপমার চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে স্বাগত বক্তব্য দেন গ্রিন অ্যালায়েন্স বাংলাদেশের সভাপতি সাংবাদিক আবসার মাহফুজ। এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহারর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য

দেন সাবেক চাকসু ভিপি ও এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক,

চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের সহসভাপতি শিল্পী শাহরিয়ার খালেদ, বিজিএমইএ’র সাবেক পরিচালক সাইফ উল্লাহ মনসুর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, মিটুল দাশ গুপ্ত, আমিনুল হক বাবু, কলামিস্ট মুহাম্মদ মুসা খান, অ্যাডভোকেট রেহেনা বেগম রানু, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, উৎপল বড়ুয়া, প্রফেসর নোমান আহমেদ সিদ্দিকী, অধ্যাপক রেজাউল করিম,

নুর হোসেন নিজামী, বদরুল হাসান টিটু, বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান, নেছার আহমেদ খান, সাহেলা আবেদীন, সভাপতি এমএ হাসেম রাজু, এসএম সিরাজদ্দৌল্লাহ, সরোয়ার আমিন বাবু, সোহেল আখতার খান, জাফরিন চৌধুরী, একরাম হোসেন, অ্যাডভোকেট শুকরিয়া নজরুল,

শিক্ষক বাবুল কান্তি দাশ, চৌধুরী জসিমুল হক, মেহেদী হাসান জিহান, অ্যাডভোকেট রেবা বড়ুয়া, মুহাম্মদ হোসেন বাবু, মোকাম্মেল হক, লায়ন হাবিবুর রহমান, শাহাদাৎ হোসেন মুন্না, জানে আলম, অ্যাডভোকেট এইচএম জসিম উদ্দিন, সৈয়দ মোহাম্মদ হারুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে
পরবর্তী নিবন্ধরমজানে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি