সময়

অনুরাগ বড়ুয়া শ্রাবণ (৩২,৩০৯) | বুধবার , ৮ জুন, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ঘড়ির কাঁটা ঘুরছে অবিরাম
থেমে তো নেই সময়,
আজকের গড়া মধুর স্মৃতিগুলো
কাল হবে কি ক্ষয়?

আজ কি গতকাল
কোনো কিছু থেমে নেই,
জীবনটা চলছে
ধরনীর খেলা এই।

সময়টা ছুটছে
পার হয়ে রাত-দিন,
সব ছোটে সামনে
সাদাকালো কি রঙিন।

কালটা আজ হবে
আজ যাবে পিছনে,
সময়টা ছুটবেই
কেউ মানে কি না মানে।

পূর্ববর্তী নিবন্ধজলপরির বিয়ে
পরবর্তী নিবন্ধপাখি