গরমের তাত

বিপুল বড়ুয়া | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চারদিকে হাঁসফাঁস গরমের তাত

ভুগছি কী ভুগছি সারা দিন রাত।

রয় পড়ে ঘোরাঘুরি বেশুমার তাপ

ছেলে বুড়ো সব্বার ছাড়া সে কী হাপ।

গরমের মাত্রা ছোঁয় আহা চুড়ো

ঘরে ঝিম চুপচাপ মন নয় উড়ু।

মাঠ ঘাট খাঁ খাঁ নদনদীজলা

গাছপালা হয়ে ওঠে ভারি নিষ্ফলা।

নেই মেঘবৃষ্টি পুড়ে চারপাশ

লতা খান শুকিয়েবিবর্ণ ঘাস।

ক্লান্তিতে ধুঁকছে আহা খেয়াঘাট

পুড়ছে সে পুড়ছে ফসলের মাঠ।

দেশ জুড়ে চলছে খরা আর খরা

সব্বার মুখে কথা কী বিপদে পড়া।

প্রকৃতিপরিবেশ আজ ভারি রুষ্ট

চেয়ে আছি কখন সে হয় খুশি তুষ্ট।

পূর্ববর্তী নিবন্ধআমরা শ্রমিক
পরবর্তী নিবন্ধশিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে