গীতাঞ্জলির গর্বে উঁচু

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ আপন বেগে

নদী পাগলপারা,

হাসি খুশির ভুবন জুড়ে আলোর ঝরনাধারা।

রবীন্দ্রনাথ নিত্য জাগান

সুরের আগুন প্রাণে,

মন ভেসে যায় গ্রাম ছাড়া অই রাঙামাটির টানে।

রবীন্দ্রনাথ কেউ না এলেও

একলা চলার জন,

ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় খেলার শুভক্ষণ।

রবীন্দ্রনাথ সুর আগুনের

পরশমনির ছায়া,

হা রে রে রেছাড়িয়ে দে রেছড়িয়ে সুখের মায়া।

রবীন্দ্রনাথ মেঘের কোলে

রোদ‘-ছড়ালো আজ,

গীতাঞ্জলির গর্বে উঁচু বিশ্বজনীন তাজ।

পূর্ববর্তী নিবন্ধঠিক রবীন্দ্রনাথ
পরবর্তী নিবন্ধমন-মননে রবীন্দ্রনাথ