শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশে এমপি সনি

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৪৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অবশ্যই শিক্ষকদের শিক্ষাবান্ধব হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আমাদের প্রাথমিক শিক্ষার মান হবে পৃথিবীতে রোল মডেল। বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন ও আধুনিকায়নের পাশাপাশি আকর্ষণীয় করে সাজানো হচ্ছে ক্লাসরুম। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসময় চলতি বছরের ১৭ জানুয়ারি দৈনিক আজাদীতে প্রকাশিত ‘ফটিকছড়ির ৬৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের বিষয়ে উদ্যোগ নেয়ার কথা বলেন এমপি সনি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসানুল করিম, উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বশর, সহকারী শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, কাসেম মেম্বার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগরমের তাত
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ১৯২ লিটার চোলাইমদ জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার