আমরা শ্রমিক

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

আমরা শ্রমিক শ্রমের ঘামে

সবাইকে দেই সুখ

দেশ ও জাতির উন্নয়নে

আশায় বাঁধি বুক।

আমরা ঘুরাই যুগে যুগে

অর্থনীতির চাকা

আমরা জনস্বার্থে নিজের

দু:খ রাখি ঢাকা।

অট্টলিকা শিল্প সড়ক

আমরা গড়ি শ্রমে

চিনতে আমাদের তোমরা

তবুও থাকো ভ্রমে।

দূর হয়ে যাক মূল্যবোধের

সকল অবক্ষয়

গর্বিত হোক ভাস্বর হোক

শ্রমিক পরিচয়।

পূর্ববর্তী নিবন্ধগ্রীষ্ম দিনের ছড়া
পরবর্তী নিবন্ধগরমের তাত