গ্রীষ্ম দিনের ছড়া

অপু বড়ুয়া | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চারদিকে রোদ করছে খাঁ খাঁ

শুকিয়ে গলা কাঠ

ঝিম ধরানো গ্রীষ্ম দুপুর

পুড়ছে ধানের মাঠ।

উপচে পড়া রোদের আঁচে

বাইরে কে হয় বের

সবাই ঘরে আটকে থাকে

থাকুক না কাজ ঢের।

আমের বনে জামের বনে

পাখির কলরব

বটতলাতে দুষ্টুগুলোর

জমে না উৎসব।

কখন আবার হামলে পড়ে

কালবোশেখি ঝড়

সেই ভয়েতে হয় না বাঁধা

চাষির নতুন ঘর।

পূর্ববর্তী নিবন্ধভূতের গল্প
পরবর্তী নিবন্ধআমরা শ্রমিক