খোকার ঘড়ি

সাদমান হাফিজ শুভ | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ছোট্ট খোকা ছোট্ট খোকা

দাদায় দিছে ঘড়ি,

খুশিতে সে লাফায় যে খুব

ঘড়িখানা পরি।

টিটিট টিটিট ইশারাতে

ভোর বিহানে ওঠে,

মসজিদের ওই পথটা ধরে

হাসি কোমল ঠোঁটে।

বাজলে নটা খাবে কটা

এরপরে যায় পাঠে,

বেলা মেপে খেলা করে

গাঁয়ের সবুজ মাঠে।

এমনি করে কাটছে দারুণ

বাড়ছে কাজের গতি,

দিন যত যায় পড়ে মায়ায়

ঐ ঘড়িটার প্রতি।

পূর্ববর্তী নিবন্ধমায়ের স্মৃতি
পরবর্তী নিবন্ধভূতের গল্প