মায়ের স্মৃতি

সফিউল্লাহ লিটন | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ

চোখের আড়াল হলে তোমার

উঠতো কেঁদে মন

আমি ছিলাম তোমারই মা

সাত রাজারই ধন।

গাছের ছায়ায় দোলনা পেতে

দিতে আমায় দোল

সেসব স্মৃতি পড়তে মনে

হয়না মোটেই ভুল।

কোলে বসে শুনতাম তোমার

ঘুমপাড়ানী গান

জুড়িয়ে যেতো নিমিষেই মা

আমার এ মনপ্রাণ।

বৃষ্টি জলে ভিজে যখন

আসতো গায়ে জ্বর

গা জড়িয়ে রাখতে মাগো

ছাড়তে নাকো ঘর।

স্বপ্নে যখন দেখি তোমায়

মনটা ওঠে নেচে

তোমার স্মৃতি বুকে নিয়ে

আছি আজও বেঁচে।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখী মেলা
পরবর্তী নিবন্ধখোকার ঘড়ি